রিয়াজুল হক সাগর, রংপুর
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন, “এখন বয়স্কদের ছাড় দিতে হবে, ইয়ুথদের নেতৃত্বই মানতে হবে।” তিনি বলেন, “আমরা যারা বয়স্ক, আমাদের কিছু দাবি থেকে সরে আসতে হবে। ১৬ বছর বয়সে আমরা যা করতে পারিনি, সামনেও সেই সুযোগ নেই। এখন যারা করছে, তাদেরই নেতৃত্ব দিতে হবে।”
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক একেএম আব্দুল্লাহ খান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীসহ আট জেলার ডিসি ও ইউএনওরা।
মোখলেস উর রহমান বলেন, “ব্রিটিশ আমলে সিভিল সার্ভিসে প্রবেশের বয়স ছিল ১৯ বছর। আজকে আমরা তা আন্দোলন করে ৩২ বছর করেছি, এখনও অনেকে ৩৫ বছর করার দাবি তুলছে। অথচ ১৯ বছর বয়সে কেউ ব্যারিস্টার হতে পারলে, আমরা কেন এই বয়সে বসে থাকব?”
পুলিশ বাহিনীকে আরও দক্ষ করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, “পুলিশকে ট্রমাটাইজেশন থেকে বের করে আনতে হবে, তাদের নৈতিকতা বাড়াতে হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে হবে।”
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মোখলেস উর রহমান বলেন, “পীরগঞ্জে শুকনো জায়গায় মেরিন একাডেমি করা হয়েছে। যদি এটি কার্যকরভাবে পরিচালিত না হয়, তবে সেখানে অন্য কিছু করতে হবে। এজন্য পীরগঞ্জে একটি ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “রংপুর এখন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের কাছে পরিচিত। কারণ এখানে চিরনিদ্রায় শায়িত আছেন জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদ। সেই সময়ে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল, কিন্তু কোনো বড় অপরাধ হয়নি। তাই ভবিষ্যতেও যুবকরাই নেতৃত্বে আসবে।”
অনুষ্ঠান শেষে সিনিয়র সচিব বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।