কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি মোতাহার হোসেনের দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—জাহিদুল ইসলাম সজীব ও সাব্বির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাতীবান্ধাহাট খোলা এলাকা থেকে জাহিদুল ইসলাম সজীবকে এবং রবিবার দুপুরে সানিয়াজান এলাকা থেকে সাব্বির হোসেনকে আটক করা হয়।
আটককৃত জাহিদুল ইসলাম সজীব বড়খাতা পূর্ব সারডুবি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য। অন্যদিকে, সাব্বির হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী জানান, জাহিদুল ইসলাম সজীব রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, সাব্বির হোসেনের বিরুদ্ধেও আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থানেওয়া হবে।