নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৫,৯২১ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে প্রায় ২,৮০০ কোটি টাকা, যা গড়ে প্রতিটি আসনের জন্য প্রায় ৯ কোটি ৩৩ লাখ টাকা।
ইসির তিন অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম বলী নেওয়াজ জানান, "নির্বাচন খাতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫,৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে এখনো ৫,৮৫৩ কোটি টাকার ঘাটতি রয়েছে।"
গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসি প্রায় ২,৩০০ কোটি টাকা চেয়েছিল। সে অনুযায়ী, এবার নির্বাচনী বাজেট আরও বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধান উপদেষ্টার পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের ব্যয় বৃদ্ধি এবং ইসির বাজেট চাহিদা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হতে পারে। তবে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।