রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন যমুনা টেলিভিশনের দুই নির্ভীক সংবাদকর্মী। ঐতিহাসিক জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের স্পেশাল ভিডিও প্রকাশ করে দেশব্যাপী আলোড়ন তুলেছিলেন যমুনা টিভির রংপুর ব্যুরো চিফ ও সিনিয়র রিপোর্টার সরকার মাজহারুল মান্নান এবং ভিডিওগ্রাফার আলমগীর হোসেন।
সাড়া জাগানো এই প্রতিবেদনের জন্য তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন যমুনা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ। এই বিশেষ স্বীকৃতি শুধুমাত্র দুইজন সাংবাদিকের জন্য নয়, বরং এটি ন্যায় ও সত্যের পথে অবিচল সাংবাদিকতার একটি উজ্জ্বল উদাহরণ।
সম্মাননা গ্রহণের পর সরকার মাজহারুল মান্নান বলেন, “এই স্বীকৃতি শুধু আমাদের নয়, এটি সাহসী সাংবাদিকতার জয়। সত্য প্রকাশের পথ যত কঠিনই হোক, আমরা কখনো পিছপা হব না।”
ভিডিওগ্রাফার আলমগীর হোসেন বলেন, “ক্যামেরার লেন্সের মাধ্যমে আমরা সত্যের ছবি তুলে ধরেছি, এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”যমুনা টেলিভিশনের এই অর্জনে আমরা সবাই গর্বিত। সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের অঙ্গীকার।