রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের রাজপথে সেদিন চলছিল ভয়াবহ উত্তেজনা। একদিকে বিক্ষোভকারীদের গগনবিদারী স্লোগান, অন্যদিকে পুলিশের মুহূর্মুহূ গুলির শব্দে কেঁপে উঠছিল চারপাশ। হঠাৎ এক মুহূর্তে গুলিতে লুটিয়ে পড়লেন আবু সাইদ। সেই নির্মম দৃশ্য ধরে রেখেছিলেন যমুনা টেলিভিশনের সাহসী দুই সাংবাদিক সরকার মাজহারুল মান্নান ও ভিডিও জার্নালিস্ট মোঃ আলমগীর হোসেন।
তীব্র ঝুঁকির মধ্যেও তারা পিছু হটেননি। পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে মোঃ আলমগীর হোসেন ক্যামেরায় বন্দি করেন সেই ভয়াবহ মুহূর্ত। শুধু ভিডিও ধারণই নয়, ভিডিওতে শোনা যাওয়া হৃদয়বিদারক শব্দ “গুলি খাইছে, গুলি খাইছে”— সেটিও তারই কণ্ঠ। তার সাহসিকতা ও পেশাদারিত্ব সেই মুহূর্তকে ইতিহাসের অংশ বানিয়েছে।
এই ভিডিও প্রকাশের পর দেশজুড়ে নেমে আসে তীব্র প্রতিক্রিয়া। আন্দোলন ছড়িয়ে পড়ে, রূপ নেয় গণঅভ্যুত্থানে। সত্যের প্রতি দায়বদ্ধতা রেখে জীবন বাজি রেখে কাজ করা এই দুই সাংবাদিক আজ গণমাধ্যমের জন্য অনন্য উদাহরণ।
সাংবাদিকতা শুধু খবর সংগ্রহের কাজ নয়, কখনো কখনো তা হয়ে ওঠে সময়ের সাক্ষী। সরকার মাজহারুল মান্নান ও মোঃ আলমগীর হোসেন সেই সাক্ষী হয়ে থাকবেন, তাদের নাম ইতিহাসের পাতায় চিরদিন অমলিন থাকবে।