নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করেই দেখা গেছে রহস্যজনক একটি বার্তা— “চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?”
বুধবার রাতে এই লেখা ভেসে ওঠার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিরাময় ডেন্টাল কেয়ার-এর সামনে থাকা ডিজিটাল বোর্ডে এই বার্তা দেখা যায়।
তদন্তে নেমেছে পুলিশ
কে বা কারা এই বার্তা ডিজিটাল বোর্ডে ফুটিয়ে তুলেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন,
“মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, মার্কেটটি বন্ধ রয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”
সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
এই অদ্ভুত বার্তা নিয়ে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে আলোচনা। অনেকে মজার ছলে নানা মন্তব্য করলেও, কেউ কেউ বিষয়টিকে একটি সাইবার হামলা বলে মনে করছেন।
সিলেটের একজন ব্যবসায়ী মুহাম্মদ হারুন বলেন,
“এভাবে যদি কেউ ডিজিটাল বোর্ড হ্যাক করে আজব বার্তা দিতে পারে, তাহলে ভবিষ্যতে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে।”
কী ঘটতে পারে পরবর্তী পদক্ষেপ?
পুলিশ বলছে, সাইনবোর্ডের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। যদি এটি কোনো হ্যাকিং হয়ে থাকে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে, অনেকে কৌতূহলী হয়ে জানতে চাইছেন— “চাচা” কে? “হাসু আপা” কে? আর “মুদির কাছে পালানোর” রহস্যই বা কী?
(