রিয়াজুল হক সাগর, রংপুর
দিনাজপুরের কাহারোলে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে আহত কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
নিহতের চাচা বায়োজিত সারোয়ার জানান, বুধবার রাত ৮টার দিকে কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের জুয়ের রানার ১৫ বছর বয়সী মেয়ে নিজ বাড়িতে নামাজ আদায় করছিল। এ সময় একই উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে আরিফ হোসেন (১৬) বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। নামাজরত অবস্থায় ওই কিশোরীকে কোমরে আঘাত করার পর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে সে।
কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে আরিফ পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যায় সে।
এই ঘটনায় কাহারোল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত আরিফ হোসেনকে বুধবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কিশোরীর মৃত্যুর পর মামলায় হত্যার ধারা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
নিহতের চাচা বায়োজিত সারোয়ার বলেন, "দীর্ঘদিন ধরে ওই বখাটে আমার ভাতিজিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। কয়েকদিন আগেও সে আমাদের বাড়িতে প্রবেশ করেছিল। স্থানীয়দের সহায়তায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সে ফের বাড়িতে ঢুকে এমন নির্মম ঘটনা ঘটিয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো পরিবারকে এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে না হয়।"
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভও শোকের ছায়া