রংপুর: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হারাগাছ পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি লুৎফর রহমানকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান এক মামলায় লুৎফর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কী অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এ বিষয়ে লুৎফর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ।
এ ঘটনায় হারাগাছ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।