নিজস্ব প্রতিবেদক
ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, অপেক্ষার নামও ভালোবাসা। ১৬ বছর ধরে স্বামীর মুক্তির আশায় পথ চেয়ে থাকা ববি আক্তার সেই ভালোবাসারই উদাহরণ। মাত্র ১৪ দিনের দাম্পত্য জীবন কাটানোর পর তার স্বামী মোতাহার হোসেন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হন। এরপর কেটে যায় দীর্ঘ ১৬ বছর। কিন্তু স্বামীকে ফিরে পাওয়ার আশায় ববি আক্তার আর নতুন করে সংসার বাঁধেননি।
ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী জোতপাড়া গ্রামের। মোতাহার হোসেন মানিক, যিনি একসময় বিডিআরের (বর্তমানে বিজিবি) সদস্য ছিলেন, পরিবারের পছন্দে বিয়ে করেছিলেন ববি আক্তারকে। বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় তিনি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আটক হন। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় কেটে যায় ১৬টি বছর।
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া মোতাহার হোসেন বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। বিনা বিচারে ১৬ বছর কারাগারে কাটাতে হয়েছে। মাত্র ছয় মাস চাকরি করা অবস্থায় কীভাবে আমি এমন অপরাধে জড়িত হতে পারি? আজ এত বছর পর ফিরে এসে দেখি, আমার স্ত্রী এখনও আমার অপেক্ষায় আছেন। এটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি।”
ববি আক্তার বলেন, “আমি জানতাম, আমার স্বামী নির্দোষ। তাই কখনো নতুন করে সংসার করার কথা ভাবিনি। আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলাম, একদিন তিনি ফিরে আসবেন। আজ সেই অপেক্ষার অবসান হয়েছে।”
এই ঘটনাটি ভালোবাসা, বিশ্বাস ও ধৈর্যের এক অনন্য উদাহরণ। যেখানে সময়ের কঠিন পরীক্ষার মধ্যেও ভালোবাসা অটুট থেকেছে, সেখানেই জন্ম নেয় সত্যিকারের প্রেমের গল্প।