নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কোলকোন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সাইদুর রহমান মনা (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার কোলকোন্দ পীরেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে সেনাবাহিনী ও গঙ্গাচড়া মডেল থানা পুলিশ যৌথভাবে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান মনার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্ন করা, জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং অনলাইনে উস্কানিমূলক প্রচারণার অভিযোগ রয়েছে। এছাড়া, গুরুতর আমলযোগ্য অপরাধ সংঘটনের প্রস্তুতির অভিযোগেও তাকে গ্রেফতার করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানিয়েছেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।