নিজস্ব প্রতিনিধি:
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে মো. চান মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮টা ৩০ মিনিটে গঙ্গাচড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে জনসমক্ষে প্রচার চালানোসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ রয়েছে। এছাড়া, আমলযোগ্য অপরাধ সংঘটনের প্রস্তুতির অভিযোগও আনা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।” এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।