নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার গঙ্গাচড়া উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নীতিমালা অনুসারে নতুন এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. জাহানুর রহমান শাহীনকে আহ্বায়ক এবং মো. নাজির হোসেন ফারুককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক: শাহ শামীম আহমেদ, মো. হাকিউল ইসলাম, মেও শাহজাহা, মো. রুহুল আমিন, মো. মিনরুজ্জামান, মো. কোরবান আলী।
সদস্য সচিব: মো. কোরবান আলী। সদস্য: মো. শফিকুল ইসলাম, মো. জায়েদুল ইসলাম খোকন, মো. আব্দুর রাজ্জাক, মো. আ. রহিম, মো. তৌহিদুল ইসলাম, মো. শাহিনুর বাদশা, মো. ফেরেজুল ইসলাম, মেত্র ছাদেকুল ইসলাম, মেজ মাহেদুল ইসলাম, মো. তুহিন মিয়া, শ্রী তপন কুমার রায় প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটির সকল কার্যক্রম আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরের মাধ্যমে পরিচালিত হবে।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অঙ্গনের নেতারা বলেছেন, এই কমিটি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেগবান করবে এবং সৃজনশীল সাংস্কৃতিক আন্দোলনগড়ে তুলবে।