1. live@rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ : রংপুর বাংলার নিউজ
  2. info@www.rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাবের বিরুদ্ধে গ্রাম পুলিশকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: চর ছালাপাকে ৭০ হাজার টাকা জরিমানা গঙ্গাচড়ার গজঘণ্টায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, এলাকাবাসীর মুখে হাসি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত  তিস্তা পাড়ে এক হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন গঙ্গাচড়ায় তিস্তা নদীর পাড়ে চীনের অর্থায়নে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার আনন্দ-উৎসবের বার্তা নিয়ে গঙ্গাচড়ায় পহেলা বৈশাখের প্রস্তুতি সভা গঙ্গাচড়ায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন,”সমাজের উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীরা তাদের যথাযথ অধিকার ও সুযোগ-সুবিধা পাবে। নারী দিবস কেবল উদযাপনের জন্য নয়, বরং নারীদের প্রকৃত ক্ষমতায়ন ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি বলেন,”নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সমাজের সকল স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাশার, পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত চন্দ্র পরামানিক, গ্রাম বিকাশ কেন্দ্র গঙ্গাচড়ার টেকনিক্যাল অফিসার (সিএম) জিয়াউর রহমান, এবং জাগরণী চক্র ফাউন্ডেশন-এর মর্যাদা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাহফুজা খাতুন।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুসবী সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার।

সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, অধিকার ও উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেন এবং সমাজে নারীদের ভূমিকা আরও সুসংহত করার আহ্বান জানান। বিশেষ করে প্রশাসনের কর্মকর্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নারী দিবসের এই আয়োজন গঙ্গাচড়ায় নারীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট