রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. রায়হান সিরাজী। তিনি বলেন, "রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও সমাজ গঠনের শিক্ষা দেয়। আল-কোরআনের শিক্ষা ধারণ করে সমাজকে ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করাই আমাদের দায়িত্ব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান ও উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মো. আশরাফুল আলম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামের আদর্শ ও রমজানের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন। ইসলামিক আলোচনা শেষে অতিথিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও গজঘণ্টা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. মোতাহার হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাদের লক্ষ্য সমাজের কল্যাণে কাজ করা। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।