নিজস্ব প্রতিবেদক:
ঐক্যবদ্ধ জাসদ গঠনের লক্ষ্যে রংপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাসদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জাসদ (রব) অংশের নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, আর পরিচালনা করেন তিস্তা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা স্কুলের শিক্ষক শফিয়ার রহমান।
সভায় বাংলাদেশ জাসদ (আম্বিয়া) অংশের সাব্বির আহমেদ, গৌতম রায়, জাসদ (ইনু) অংশের জাবেদ হোসেন স্বপন, ইউসুফ আলী, মনিরুজ্জামান মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭২ সালে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে প্রতিষ্ঠিত জাসদ সময়ের পরিক্রমায় বিভক্ত হয়ে পড়েছে। ব্যক্তিস্বার্থ ও পদলোভীতার কারণে সংগঠন দুর্বল হয়েছে। তারা বলেন, কর্মীবান্ধব এ সংগঠনকে আর খণ্ড-বিখণ্ড রাখা যাবে না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মৌলবাদীদের অপতৎপরতা রুখতে জাসদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি উল্লেখ করে বক্তারা বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে জাসদের সব অংশকে এক ছাতার নিচে আসতে হবে।
সভায় ঐক্যবদ্ধ জাসদ গঠনে সারাদেশের সক্রিয় ও নিষ্ক্রিয় কর্মীদের একত্রিত করতে নানা পরিকল্পনা নেওয়ার আহ্বান জানানো হয়। পরে ইফতার ও আলোচনা শেষে পরবর্তী সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।