গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাঁশঝাড় কেটে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম (৩৩) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাবা মো. কাদের কাজী ১৯৮৯ সালের ৩০ নভেম্বর হেবার ঘোষণা দলিলমূলে ৪ শতক জমি পান এবং সেখানে বাঁশঝাড় লাগিয়ে ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মো. আব্দুর রশিদ হুমায়ুন (৫০), মো. আব্দুর রহিম বাবলু (৪৭), মো. আব্দুল করিম লাবলু (৪৫), মো. আব্দুর রহমান ঠান্ডা (৪৩) ও মো. আব্দুল জব্বার (৪০) জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন।
অভিযোগে বলা হয়, গত ২১ মার্চ দুপুর আড়াইটার দিকে অভিযুক্তরা লাঠিসোটা, দা, কুড়াল ও লোহার রড নিয়ে এসে বাঁশঝাড় থেকে ৭-৮টি বাঁশ কেটে নেয়, যার বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে শফিকুল ইসলাম ও তার বাবা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখান।
একপর্যায়ে অভিযুক্তরা তাদের ওপর হামলা করতে উদ্যত হলে স্থানীয়রা এগিয়ে এসে শফিকুল ইসলাম ও তার বাবাকে রক্ষা করেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন মো. ডাবলু মিয়া (২৬), মো. বাদশা মিয়া (৬০) ও মো. মোখলেছার রহমান (৫২)।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, তারা যেকোনো মূল্যে জমি দখল করবে এবং ভবিষ্যতে শফিকুল ইসলাম বা তার পরিবারের কেউ ওই জমির কাছে গেলে তাদের ওপর হামলা চালানো হবে। এমনকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করানোর হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শফিকুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”