রংপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে সুধীজনদের নিয়ে অনন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিদওয়ানুল বারী জিয়ন।
শুক্রবার (২৮ মার্চ, ২৭ রমজান) বাদ আসর উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত এই মাহফিলে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কে.এম. রিদওয়ানুল বারী জিয়ন একজন সফল উদ্যোক্তা, মানবিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের লজিস্টিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। গুণগত সেবার জন্য তার প্রতিষ্ঠান ইতোমধ্যেই দেশের নানা প্রান্তে প্রশংসিত হয়েছে।পাশাপাশি গঙ্গাচড়ার বেকারত্ব দূরীকরণেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন। ইতিমধ্যেই স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড সুনামের সাথে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও কার্যক্রম শুরু করেছে, যা গঙ্গাচড়াক বিশ্ব দরবারে পরিচিত করবে বলে সুধী সমাজ মনে করছেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিলিত হতে পেরে আমি আনন্দিত। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করা।
কে.এম. রিদওয়ানুল বারী জিয়ন শুধু ব্যবসায়িক সাফল্যেই সীমাবদ্ধ নন, বরং নানাভাবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মাহফিলের পরিবেশ ছিল সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত, যা সত্যিকারের রমজানের শিক্ষার প্রতিফলন।