স্টাফ রিপোর্টার:
গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদের উদ্যোগে গঙ্গাচড়া উপজেলার বড়বিল বাইতুল হুদা জামে মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ ২০২৫) গন অধিকার পরিষদের ব্যবস্থাপনায় এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হানিফ খান সজীবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে। তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ, সমাজের দারিদ্র্য বিমোচন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দোয়া করেন।
স্থানীয় জনগণের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ইফতার ও দোয়া মাহফিলকে আরও অর্থবহ করে তোলে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।