1. live@rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ : রংপুর বাংলার নিউজ
  2. info@www.rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাবের বিরুদ্ধে গ্রাম পুলিশকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: চর ছালাপাকে ৭০ হাজার টাকা জরিমানা গঙ্গাচড়ার গজঘণ্টায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, এলাকাবাসীর মুখে হাসি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত  তিস্তা পাড়ে এক হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন গঙ্গাচড়ায় তিস্তা নদীর পাড়ে চীনের অর্থায়নে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার আনন্দ-উৎসবের বার্তা নিয়ে গঙ্গাচড়ায় পহেলা বৈশাখের প্রস্তুতি সভা গঙ্গাচড়ায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের ঈদ উপহার: ফরিদার সংসারে একটুখানি আনন্দ

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

দারিদ্র্যের কঠিন বাস্তবতায় ঈদ যেন শুধুই আরেকটি দিন ফরিদা বেগমের (৩৫) জন্য। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের তিস্তা তীরবর্তী গাউছিয়া বাজার এলাকার এই অসহায় নারী জীবনের প্রতিটি দিন পার করেন অনিশ্চয়তার মধ্যে। তার স্বামী মমিনুর ইসলাম দিনমজুর, যেদিন কাজ পান সেদিনই একটু ভালো খাওয়া-দাওয়া হয়, আর কাজ না থাকলে উপোস থাকতে হয়।

 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও মমিনুরের হাতে নেই নিয়মিত আয়ের নিশ্চয়তা। সংসারে রয়েছে দুই শিশু সন্তান—চার বছরের মোবাশ্বের ও দুই বছরের রহমতউল্লাহ। ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, কিন্তু মা-বাবার পক্ষে তাদের সে স্বপ্ন পূরণ করাও কঠিন।

 

সরেজমিনে ফরিদার বাড়িতে গেলে দেখা যায়, মাত্র ১০ হাতের একটি জরাজীর্ণ চালাঘরই তাদের সম্বল। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, রান্নার নির্দিষ্ট জায়গা নেই, আসবাবপত্র বলতে এক ভাঙা চৌকি, ছেঁড়া কাঁথা-বালিশ। এমনকি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও ফুরিয়ে গেছে। প্রতিবেশীরা জানান, কয়েক মাস আগে দোকান থেকে বাকিতে মাংস কিনেছিলেন মমিনুর, কিন্তু আজও সেই টাকা শোধ করতে পারেননি। সংসারের এই দুরবস্থার কারণে বাজারে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন তিনি।

 

এই দুঃখ-দুর্দশার মধ্যে ঈদের একটুখানি আনন্দ ছড়িয়ে দিতে এগিয়ে আসে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের পক্ষ থেকে ফরিদার পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের পোশাক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামাণিক, সদস্য সচিব কমল কান্ত রায়সহ অন্যান্য সদস্যরা। স্থানীয় সাংবাদিকদের এই মানবিক উদ্যোগ ফরিদার পরিবারে একটু হলেও স্বস্তি বয়ে এনেছে।

উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত ফরিদা বেগম বলেন, ‘সেমাই-চিনি আল্লাহ দিলে খাই, না হলে মুখেও তুলি না। হামার আবার ঈদ আছে বাহে! খাবারই জোটে না। এবার অন্তত আপনাদের দেওয়া সেমাই-চিনি আর বাচ্চাদের জন্য নতুন জামা পেলাম, এইটুকুই শান্তি।’

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট