নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তালুক ভবন চোওড়া পাড়া (সাহেব পাড়া) এলাকায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি মাহিন্দ্রা ট্রলি জব্দ করা হয়েছে এবং দায়ের করা হয়েছে নিয়মিত মামলা।
শনিবার দুপুরের দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযান শেষে তিনি বলেন,নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুধু পরিবেশ ধ্বংস করে না, বরং মানুষের জীবিকাকেও হুমকির মুখে ফেলে। আমরা চাই, সকলে আইন মেনে চলুক। যারা আইন ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গঙ্গাচড়ায় কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ বাঁচবে।
তিনি আরও বলেন, “এ অভিযান শুধু শুরু। নিয়মিত নজরদারির মাধ্যমে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করতে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে আশাবাদ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন দীর্ঘদিন ধরেই পরিবেশ ও কৃষিজমির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অভিযানের মধ্য দিয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা আবারও স্পষ্ট হলো।