রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের দোলাগান্না এলাকায় আজ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু বহনের সময় একটি ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিটি মামলার আলামত হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। তাই এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেই এ ধরনের কর্মকাণ্ড রোধ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।