নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের আনুর বাজার শাখায় জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী পক্ষ উপলক্ষে এক বিশাল দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা নুরু ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সভাপতি ও উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মোঃ আশরাফুল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আঃ হালীম এবং ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রোকুনুজ্জামানসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ—ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাও ফরজ। বাংলার মানুষ এমন রাষ্ট্রনায়ক চায়, যিনি যেমন একাধারে হবেন রাষ্ট্রনায়ক, তেমনি হবেন জাতীয় মসজিদের খতিব।”
সভায় ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়। সভায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।