গঙ্গাচড়া (রংপুর), প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার পর রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কৈপাড়া গ্রামে শুরু হলো দুইটি কাঁচা রাস্তার ছলিং (ইট বিছানো) উন্নয়ন কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর অর্থায়নে বাস্তবায়িত এই কাজের উদ্বোধন হয় সোমবার সকাল ৯টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সাংবাদিক মোঃ আশরাফুল আলম, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী মেম্বার, যুবনেতা আরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার স্থানীয়দের মুখে আজ স্বস্তির ছাপ। বর্ষা মৌসুম এলেই রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। যদিও পুরোপুরি পাকা করা সম্ভব হয়নি, তবে ছলিং করায় এলাকাবাসী প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে।
সাংবাদিক মোঃ আশরাফুল আলম বলেন, “উপজেলা ও সংসদীয় পর্যায়ে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলেও, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় গঙ্গাচড়ায় উন্নয়ন কার্যক্রম আশানুরূপভাবে এগিয়ে চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেভাবে দায়িত্ব পালন করছেন, তা প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন, “যতদিন না নির্বাচিত প্রতিনিধি আসছেন, ততদিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এভাবেই মানুষের পাশে থেকে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
উল্লেখ্য, উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে এই এলাকায় যোগাযোগ ব্যবস্থার নাটকীয় পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।