নিজস্ব প্রতিবেদক রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের চর ছালাপাক গ্রামে তিস্তা নদী থেকে মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
জানা যায়, আরিফুল ইসলাম নামের ওই বালু ব্যবসায়ী কোনো ধরনের বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় আমরা সব সময় সজাগ। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।